সাংবাদিক অফিসে হামলা, ঝিনাইদহ প্রেসক্লাবের হুশিয়ারী
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা শহরের এইচএসএস সড়কে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের অফিসে হামলা, ভাংচুর-লুটপাট ও সাংবাদিক আব্দুর রহমান মিল্টন সহ দু’সাংবাদিক কে বেধড়ক মারপিটের ঘটনায় জরুরী সভা করেছে ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।রবিবারের এই বিশেষ জরুরী সভায় সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জরুরী সভায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে । নইলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয় এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টিভি ও জনকন্ঠের সাংবাদিক এম রায়হান, সাধারণ সম্পাদক এটিএন বাংলা, এটিএন নিউজের সাংবাদিক নিজাম জোয়ারদার বাবলু সহ ঝিনাইদহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন ।
No comments