ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, প্রাক্তন উপাধ্যক্ষ ও মানবাধিকার কর্মী এন এম শাহ জালাল, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও জাতীয় মানবাধিকার সোসাইটির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সহ সভাপতি নাসিম উদ্দিন, মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাাদক শরিফা খাতুন প্রমুখ।এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মর্যাদা নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকারই মানবাধিকার। যে অধিকার সহজাত, সার্বজনীন, অহস্তান্তরযোগ্য এবং অখন্ডনীয়। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের মাধ্যমে একটি সুখি-সুন্দর দেশ গঠন করা যায়। বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তাগন মানবাধিকার সম্পর্কে সকল নাগরিককে সচেতনতার মাধ্যমে এর প্রতিকার করে মানবাধিকার প্রতিষ্ঠা করা আশু প্রয়োজন বলে মতামত দেন।
No comments