ঝিনাইদহে শান্তিতে বিজয় জেলা সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি:“শান্তি জিতলে, জিতবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সহিংসতা বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে ‘শান্তিতে বিজয়’র উদ্যেগে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে নির্বাচনি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ-২ আসনে বাসদ মনোনীত প্রার্থী এ্যাড. আছাদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময়, অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তার দাবী তুলে ধরা হয়।
এসময়, অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তার দাবী তুলে ধরা হয়।
No comments