সাংবাদিক টিটোর রুহের মাগফেরাত কামনায় কালীগঞ্জ প্রেসক্লাবের দো’য়া মাহফিল




স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম টিটোর অকাল মৃত্যুতে প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম. শাহজাহান আলী সাজু। পরে মরহুম সাংবাদিক আরিফুল ইসলাম টিরেটার রুহের মাগফেরাত কামনায় দো’য়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মাও. খালিদ হাসান। দো’য়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারী এনামূল হক সিদ্দিক, সহ-সভাপতি ও চিত্রানিউজ ২৪ ডট কমের সম্পাদক সোলায়মান হোসাইন, সাংবাদিক আজাদ রহমান, গোলাম রসুল, মমিনুর রহমান মন্টু, মিজানুর রহমান, ইকবাল হুসাইন, রবিউল ইসলাম, জিল্লুর রহমান বাবু প্রমূখ।

উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম টিটো(৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

No comments

Powered by Blogger.