কালীগঞ্জে শান্তিতে বিজয় শীর্ষক সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার:একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সামাজিক সচেতনতার মাধ্যমে সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে “শান্তিতে বিজয়-শান্তি জিতলে, জিতবে দেশ” শীর্ষক উপজেলা পর্যায়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসমূক্ত করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু। তিনি বলেন, আমরা সবাই শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। যে দলই জয়লাভ করবে তা আমরা মেনে নিব। নির্বাচন পূর্বে ও পরে আমরা সহিংসতা দেখতে চাই না। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহ্জালাল, জাকের পার্টির প্রার্থী ইছাহক আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডাঃ এইচ এম মমতাজুর রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাস, ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments