কালীগঞ্জে ৩০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
এম শাহাজান আলী সাজু :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা থেকে ৩০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। সোমবার (১০ ডিসেম্বর) ভোরে বারবাজার ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের পরিত্যাক্ত বাড়ি থেকে ফেন্সিগুলি উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত নিলুফা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সে কাষ্টভাঙ্গা গ্রামের কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বারবাজার ক্যাম্পের আইসি শিহাব উদ্দীন কাষ্টভাঙ্গা গ্রামে অভিযান চালান। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ওই গ্রামের আব্দুল মান্নানের একটি পরিত্যাক্ত বাড়িতে বস্তার মধ্যে রাখা ৩০৪ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
No comments