ঝিনাইদহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা হোমিওপ্যাথি এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা হোমিওপ্যাথি এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য ডাঃ খান রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা হোমিওপ্যাথি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বশির আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা, দেশের উন্নয়নের ধারাবাহিতা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
No comments