ড. কামালের গাড়িবহরে হামলা দুঃখজনক: সিইসি

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে শুক্রবারের হামলার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। 

শনিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা একটি দুঃখজনক ঘটনা। তিনি একজন সিনিয়র নাগরিক ও বিখ্যাত ব্যক্তি। তার ওপরে হামলা কখনো প্রত্যাশিত নয়।’ 

আইনের চোখে এ ঘটনা অপরাধ। সুতরাং আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে, জানান তিনি। 

সিইসি আরও জানান, এ ঘটনায় জমা দেয়া অভিযোগটি খতিয়ে দেখতে কমিশন তাদের নির্বাচনী তদন্ত কমিটিতে পাঠিয়ে দেবে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর ইসি ব্যবস্থা নেবে। 

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিস্তম্ভের কাছেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়। সরকারি দলের লোকেরা এই হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে গণফোরাম প্রধান ড. কামাল অক্ষত ছিলেন।

No comments

Powered by Blogger.