চেয়ারম্যানের বাড়ী ভাংচুর জামায়াত-বিএনপি’র ৫জন ও কোর্টচাঁদপুরে ২ নারী গ্রেফতার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে প্রাক্তন চেয়ারম্যান আঃ আলীর বাড়ী ভাংচুর করা হয়েছে। মহেশপুরের বিভিন্ন গ্রাম থেকে জামায়াত-বিএনপি’র ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। কোর্টচাঁদপুরে মামুনশীয়া থেকে দুই নারীকে আটক করেছে কোর্টচাঁদপুর থানা পুলিশ। শনিবার রাতে মহেশপুরের সামন্তা গ্রামে ২০ বছর চেয়ারম্যানির দায়িত্ব পালনকারী আঃ আলীর বাড়ী ভাংচুর করেছে চিহ্নিত দূবৃত্তরা । থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে এস.আই আজী আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সামন্তা কঠিপাড়া গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে সলেমান মন্ডল, পুরাতন কোলা গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে মাওলানা সৈয়দ আহম্মেদ, একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আমির আলী, সাতপোতা গ্রামের নেহাাল বিশ্বাসের ছেলে জাকিরুল হোসেন এবং ভাবদিয়া গ্রামের রহিম বক্স মন্ডলের ছেলে এজাজুল হক কে আটক করে। কোর্টচাঁদপুর থানার কুশনা ইউনিয়নের মামুনশীয়া গ্রাম থেকে নূরজাহান স্বামী নাছিমা ও নাছিমা খাতুন স্বামী নবী উদ্দিন কে গ্রেফতার করে কোর্টচাঁদপুর থানা পুলিশ। পরিবারের দাবী এলাকায় পোস্টার মারার অপরাধে পুরুষ মানুষ না পেয়ে তাদের ধরা হয়। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আসামীদের রবিবার সকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments