ঝিনাইদহে নৌকায় ভোট চেয়ে সিএনজি মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে ঝিনাইদহে সিএনজি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে সদর উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, আজম মেম্বর ও জেলা ্িসএনজি সমিতির সভাপতি লিটন হোসেন’র নেতৃত্বে ৩ শতাধিক সিএনজি নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি সদর উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেন।

No comments

Powered by Blogger.