ঝিনাইদহে ১ হাজার বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নির্বাচনী জনসভায় ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার। এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।শেষে জেলা বিএনপির সদস্য ও মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান খুরশীদ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, নজির হোসেন, যুবদলের সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বে ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান অকমুল।
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নির্বাচনী জনসভায় ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার। এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।শেষে জেলা বিএনপির সদস্য ও মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান খুরশীদ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, নজির হোসেন, যুবদলের সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বে ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান অকমুল।
No comments