কালীগঞ্জে ঊষার উদ্যোগে শীতবস্ত্র বিতারণ

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
কালীগঞ্জে ঊষার উদ্যোগে গরীব ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়। শুক্রবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমীতে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) কেন্দ্রীয় কার্য নির্বাহীর মাধ্যমে ২’শত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রুবেল হোসেনের সভাপত্ত্বিতে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ঊষার উপদেষ্টা মন্ডলির সদস্যরা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊষার সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.