বংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা কমিটির সকল কর্মকান্ড স্থগিত কালীবাড়ীতে হামলা ও মামলার সুরাহা হয়নি। দু’পক্ষের বিরোধ তুঙ্গে
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কমিটির সকল কর্মকান্ড স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কনক কান্তি দাস ও সম্পাদক প্রফুল্ল কুমার সরকার স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এক প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ সার্ব্বজনীন কালীবাড়ীর কমিটি গঠন সভা চলাকালীন সময়ে একপক্ষের হামলায় সাবেক সভাপতি কার্ত্তিক মন্ডল সহ ৭/৮ জন আহত ও থানাতে মামলা দায়েরের ঘটনা ঘটে। এবং ওই ঘটনায় সংগঠনটির শীর্ষ নেতারা জড়িত ছিল বলেই সংগঠনটির কার্ষক্রম স্থগিত করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। এদিকে শুক্রবার রাতে ঘটনাটির মিমাংশার জন্য স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের দলীয় কার্ষালয়ে উভয় পক্ষ বসে সমঝোতার সন্মতি দিলেও শনিবার দুপুর পর্ষন্ত কোন সমঝোতা হয়নি বলে জানা গেছে। বংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার পক্ষে দেওয়া প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, অত্র সংগঠনটি একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি দেশের মানুষের কল্যানে পরিচালিত হয়। কিন্তু কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের বর্তমান কর্মকান্ডটি গঠনতন্ত্রের পরিপন্থি হচ্ছে বলে প্রতিয়মান হচ্ছে। যা সনাতনী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সে কারনে পরবর্তী নির্দ্দেশ না দেওয়া পর্ষন্ত কালীগঞ্জ শাখার সকল কর্মকান্ড স্থগিত ঘোষনা করেছে ঝিনাইদহ জেলা কমিটি।এদিকে গত বৃহস্পতিবার রাতে কালীবাড়িতে কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে হামলার ঘটনার এখনো নিস্পত্তি হয়নি। শুক্রবার রাতে এমপির উপস্থিতিতে দু’পক্ষই মামলাটি নিয়ে শনিবার থানাতে বসে সমঝোতা করবে বলে সন্মতি দিলেও এক পক্ষের অনুপস্থিতিতে দুপুর পর্ষন্ত তার সমাধান হয়নি। হামলার স্বীকার নির্ষাতিতদের দাবী অভিুযুক্তদের আটক করতে হবে। অন্যথায় তারা কোন সমঝোতায় বসবে না। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, কালীগঞ্জ সার্ব্বজনীন কালীবাড়ি কমিটির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ওই রাতেই এক পক্ষ থানাতে একটি অভিযোগ দিয়েছেন। তবে ঘটনাটির মিমাংশার জন্য শনিবার সকালে একপক্ষ থানাতে আসলেও তাদের প্রতিপক্ষরা আসেনী। তিনি জানান, রাতের মধ্যে উভয়ের সমঝোতা না হলে তিনি আইনি ব্যাবস্থা নিবেন।
No comments