ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার, জেহাদী বই ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে মিলন হোসেন (২৭) নামের জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন হোসেন বেতাই চন্ডিপুর গ্রামের করিম মন্ডলের ছেলে।ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সদর উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা। এসময় মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ২ টি জিহাদী বই, ৩টি কম্পিউটারের হার্ডডিক্স ও ১ টি মোবাইল। মিলন হোসেন কম্পিউটারের দোকানে ব্যবসার পাশাপাশি জেএমবি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র্যাব।
No comments