ঝিনাইদহে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আম্বার আইটি’ যাত্রাশুরু
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে যাত্রাশুরু করেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আম্বার আইটি’। এ উপলক্ষে শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার এসএম মহসীন আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের জেলা ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন। অনুষ্ঠানে ‘আম্বার আইটি’র স্থানীয় প্রতিনিধি ইসাহাক আলী, শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।‘আম্বার আইটি’ দেশের ১৬ টি জেলায় তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। বর্তমানে ইন্টারনেট, ডাটা কানেকটিভিটি, ইন্টারনেট সিকিউরিটি, আইপি ফোন, ভিডিও কনফারেনসিং, ওয়েভ ডেভলপমেন্ট এবং ওয়েভ হোস্টিং সেবা প্রদান করছেন তারা।
No comments