ঝিনাইদহের আ’লীগ কার্যালয়ে হামলা, ৪ বোমা উদ্ধার
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তের কাছাকাছি বাঘাডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন জামায়াতকর্মীকে আটক করেছে।
মহেশপুর থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বাঘাডাঙ্গা বাজারে নৌকা মার্কার একটি নির্বাচনী অফিস রয়েছে। সেখানে রাত ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তারা অফিসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে চেয়ার-টেবিল। যাওয়ার সময় কয়েকটি ককটেল ফাটায় তারা।
খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। আটক করা হয় তিন জামায়াতকর্মীকে। রাত থেকে ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর-মহেশপুর) আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত নির্বাচন শুরুর পর এই প্রথম আসনটিতে অপ্রীতিকর ঘটনা ঘটল। আসনটিতে জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক এমপি সফিকুল আজম খান চঞ্চল।
No comments