ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
ঝিনাইদহ প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। বুধবার সকাল থেকে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার উপজেলার চাপরাইল, মালিয়াটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, যুবলীগ নেতা ইমদাদুল হক সোহাগ, ইউপি সদস্য বেলাল হোসেন বিজয়সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তিনি বিভিন্ন স্থানে পথসভা, লিফলেট বিতরণ করেন। সেই সাথে বিভিন্ন বাজার, গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেন। এসময় তিনি রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মানের প্রতিশ্রুতি প্রদাণ করেন। এদিকে সকালে তার পক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে মিছিল বের করা হয়।
No comments