কালীগঞ্জের বিশিষ্ঠ সাংবাদিক ও ক্নিনিক ব্যাবসায়ী আরিফুল ইসলাম টিটো মৃত্যু বরন করেছে।
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক কালীগঞ্জ প্রেসক্লাব (নিমতলা বাসস্টাণ্ড) এর সদস্য ও কালীগন্জের বিশিষ্ট ক্নিনিক ব্যাবসায়ী আরিফুল ইসলাম টিটো সোমবার দিবাগত রাত আনুমানিক ০২টা ৩০ মিঃ এর সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ্ হয়ে মৃত্যু বরন করেন ( ইন্ন লিল্লাহে-------) আড়পাড়া গ্রামের হক চিড়া মিলের সামনে নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়ায় বিঘ্ন হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন,মৃত কালে তার বয়স হয়েছিল (৪৫) বছর । টিটো উপজেলার সুন্দরপুর গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফুল ইসলামের এক মাত্র পুত্র ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ এর চাচাতো ভাই।মৃত কালে তিনি পিতা মাতা স্ত্রী দুই মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
No comments