কালীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
স্টাপ রিপোর্টার:: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকালে কালীগঞ্জ সোনার বাংলা ফাউন্ডেশন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক শিবু পদ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার ঝিনাইদহ জেলার সভাপতি আনিচুর রহমান টুকু,,দপ্তর সম্পাদক নিয়ামত উল্লা ও কোষাধ্যক্ষ সাংবাদিক মানিক ঘোষ, অ্যাডভোকেট আব্দুল আজিজ,সাংবাদিক জামির হোসেন,সাংবাদিক নয়ন খন্দকার,সাইফুল ইসলাম,ঝিনাইদহ সদর থানার সদস্য সাইদুর রহমান বাদশা প্রমূখ। এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মর্যাদা নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকারই মানবাধিকার। যে অধিকার সহজাত, সার্বজনীন, অহস্তান্তরযোগ্য এবং অখন্ডনীয়। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের মাধ্যমে একটি সুখি-সুন্দর দেশ গঠন করা যায়। বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তাগন মানবাধিকার সম্পর্কে সকল নাগরিককে সচেতনতার মাধ্যমে এর প্রতিকার করে মানবাধিকার প্রতিষ্ঠা করা আশু প্রয়োজন বলে মতামত দেন।
No comments