ঝিনাইদহ প্রতিনিধি:‘‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। কোটচাঁদপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
No comments