কালীগঞ্জে বিএনপির সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আটক

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আয়নাল হাসান ও ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস রহমান মিঠু সহ ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়। সকাল থেকে সেখানে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী সভা চলছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটক অন্যরা হলেন নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম রসুল, ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইছাহাক আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম, শামছুর রহমান মনা ও রিন্টু। ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, প্রতিদিন পুলিশ অতি উৎসাহী হয়ে একের পর এক মামলা দিয়ে ধর-পাকড় করছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বিএনপি কর্মীদের উপর হামলা ও ভাংচুর করছে। আজ পুলিশ নির্বাচনী অফিস থেকে নেতা-কর্মীদের ধরে নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আয়নাল হাসান ও ইউপি চেয়ারম্যান ইলিয়াছ রহমান মিঠু সহ ৭ নেতা-কর্মীকে আটক করার কথা স্বীকার করেছেন।


No comments

Powered by Blogger.