ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী ফিরোজের প্রচারনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা করছেন।
রোববার সকাল থেকে সংসদীয় আসনের ফয়লা, ঘোষনগর, নরেন্দ্রপুর, মহেশ্বরচাঁদা, চাপরাইল, গাজীরবাজার, মল্লিকপুর, বেথুলী এলাকায় ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর কমিশনার আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম বিটুল প্রমুখ। 


No comments

Powered by Blogger.