ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর প্রচারনা
স্টাফ রিপোর্টার:ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতিকের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সংসদীয় আসনের বিভিন্ন গ্রামে প্রচারনা শুরু করেছেন। বুধবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে লিফলেট বিতরণ করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক আয়নাল হাসান, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ। ধানের শীষ প্রতিকের প্রার্থী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মৃত্যু হইলে, ভোট কেন্দ্রে হবে। ৩০ তারিখ মাকে (খালেদা জিয়া) মুক্ত করার জন্য সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। কোনভাবেই ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে না।
বুধবার ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলার ঈশ্বরবা, কাদিরকোল, আলাইপুর, সিংদহ, সুন্দরপুরসহ এলাকার বিভিন্ন স্থানে প্রচারনা করেন।
বুধবার ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলার ঈশ্বরবা, কাদিরকোল, আলাইপুর, সিংদহ, সুন্দরপুরসহ এলাকার বিভিন্ন স্থানে প্রচারনা করেন।
No comments