ঝিনাইদহে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহে নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ।সোমবার সকালে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়।সেসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সমি সিদ্দিকীর সমর্থকরা তার নির্বাচনী কার্যালয়ে হামলা করাসহ প্রচার প্রচারণায় বাঁধা প্রদাণ করছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলন জেলা বিএনপির সহ-সভাপতি আকতারুজ্জামান, সহ-সম্পাদক এনামুল হক মুকুল, সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
No comments