বাগেরহাটে জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী আটক
চিত্রা নিউজ ডেস্ক: বাগেরহাটে জেলা জামায়াত ইসলামীর আমিরসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জামায়াত নেতা হলেন- বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াতকর্মী এমাদ উদ্দিন, মিজানুর রহমান, মনিরুজ্জামান, ছগির উদ্দিন এবং বদরুজ্জামান। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, চিতলী বৈটপুর রাস্তার পাশে কয়েক জন ব্যক্তি অবস্থান করছে এমন খবর পেয়ে টহলে থাকা জেলা গোয়েন্দা (ডিবি) এবং মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে পুলিশ সেখান থেকে ছয়জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা, দু’টি চাপাতি এবং দেশি তৈরি বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জামায়াতের আটক ওই নেতাকর্মীরা এসব পেট্রলবোমা, চাপাতি এবং দেশি তৈরি ধারালো অস্ত্র মজুত করছে বলে পুলিশ জানতে পেরেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
No comments