বেনাপোল আমড়াখালী থেকে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

চিত্রা নিউজ ডেস্ক: বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে পরিবহন থেকে ভুয়া কাস্টমস্ কর্মকর্তা কে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ৷ আটককৃত ব্যাক্তি ঢাকা লালবাগের জিসানের পুত্র ফোরকান (৪৩)।
সোমবার ( ১৭ই ডিসেম্বর) সকাল পৌনে আটটার সময় ঘটনাটি ঘটেছে।
বিজিবি সুত্রে জানা গেছে, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস্ হাউজের ভুয়া আইডি কার্ড,মোবাইল সেট, চাদর,থ্রীপিচ পাওয়া যায়। আমড়াখালী বিজিবি চেক পোষ্টের হাবিলদার সফিকুর রহমান ঘটনার সত্যতা স্বাকীর করে বলেছেন আটককৃত ভূয়া কাষ্টমস্ কর্মকর্তা পরিচয় দানকারী ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

No comments

Powered by Blogger.