কালীগঞ্জে মতবিনিময়ে আনার-রতন ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহ-৪ আসনের ১৪ দলীয় জোটের প্রার্থী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের সাথে কালীগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আমির হামজা বাবলু। সভায় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা সদস্য জয়দেব কুমার দাশ, বাহার আলী, পৌর সভাপতি অধীর বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব কুমার বিষ্ণু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ। সভায় ওয়ার্কার্স পার্টির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন ও প্রার্থী আনোয়ারুল আজীম আনার উভয়ই বলেন, ঐক্যবদ্ধভাবে এ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগের মধ্যে কোন বিভেদ নেই। আমরা উভয়ই ১৪ দলীয় জোটের শরীক। এ বারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক বোমা গ্রেনেড হামলার শক্তি বিএনপি-জামাত জোটের সাথে ডঃ কামাল, মান্না, কাদের সিদ্দিকীসহ কিছু পতিত রাজনীতিক বেঈমান জোটে বেঁধেছে। তাই এ নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে দেশে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে নাকি আবার বোমা গ্রেনেড হামলা ও দুর্নীতি-লুটপাটের যুগ ফিরে আসবে। নৌকাকে বিজয়ী করে আবারো ১৪ দলের সরকার প্রতিষ্ঠা করতে পারলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। উভয় নেতা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কে আওয়ামী লীগের সাথে কাঁদে কাদ মিলিয়ে নৌকা কে বিজয়ী করার আহবান জানান। মোস্তফা আলমগীর রতন ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী ছিলেন। রোববার (৯ ডিসেম্বর) ১৪ দলীয় জোটের প্রার্থী আনারকে সমর্থন দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
No comments