ঝিনাইদহে একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:
জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের এইড কমপ্লেক্স চত্বর থেকে প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এইড মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। একতা উন্নয়ন সংগঠনের সভাপতি শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ আশকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেজি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী তরিকুল ইসলাম পলাশ, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাক শাহিনুর আলম লিটন। একতা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কনিকা বাড়ি’র প্রোপাইটর এলিনা আক্তার, স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব হাসান রুম্মন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিবন্ধীদের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নে এ বছর জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড পেয়েছে প্রতিবন্ধীদের এই সংগঠনটি।
জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের এইড কমপ্লেক্স চত্বর থেকে প্রতিবন্ধীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এইড মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। একতা উন্নয়ন সংগঠনের সভাপতি শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ আশকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেজি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী তরিকুল ইসলাম পলাশ, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাক শাহিনুর আলম লিটন। একতা উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন পারভেজ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কনিকা বাড়ি’র প্রোপাইটর এলিনা আক্তার, স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব হাসান রুম্মন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিবন্ধীদের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নে এ বছর জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড পেয়েছে প্রতিবন্ধীদের এই সংগঠনটি।
No comments