কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫১ গ্রাম গাঁজাসহ সুজন খন্দকার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে থানার এসআই সম্বিত রায় শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন। সুজন উপজেলার কাশিপুর নতুন পাড়ার সরোয়ার খন্দকারের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে সুজন নামের এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ গ্রেপ্তার করেছে। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সুজন ভ্রাম্যমান ভাবে গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
No comments