ঝিনাইদহ ৩ আসনে দলীয় মনোনয়নপত্র কেনার হিড়িক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১৭, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ১৮, জাতীয় পাটি থেকে ১, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ১ জন করে প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রাপ্ত সুত্রে প্রকাশ, ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন-মহেশপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সাজ্জাতুজ জুম্মা, বর্তমান এমপি মো: নবী নেওয়াজ, সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ জেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, সাবেক (সংরক্ষিত মহিলা)এমপি পারভীন তালুকদার মায়া, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম টিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য ব্যারিষ্টার মোহাম্মদ আলী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, কেন্দ্রীয় যুবলীগ নেতা এমএম জামান মিল্লাত, এ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স, সাবেক যুবলীগনেতা টি.এম আজিবার রহমান মোহন ও মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সানি ও জয় মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন যারা তারা হলেন- মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আমিরুজ্জামান খাঁন শিমুল, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি কন্ঠ শিল্পী মনির খাঁন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি, মহেশপুর পৌরসভার সাবেক মেয়র এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপি’র উপপদেষ্টা লতিফুর রহমান চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক, কোটচাঁদপুর যুবদল নেতা হায়দার আলী, মহেশপুর সাবেক যুবদলের সভাপতি দবির হোসেন, ছাত্রদল নেতা তারেকুজ্জামান, মহেশপুর বাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী এ্যাড. আব্বাস আলী, মহেশপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক শাহ জামান মোহন, থানা বিএনপি’ সহ-সভাপতি মাহফুজুল হক বাবু । বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রেীয় কর্মপরিষদ সদস্য অধ্যপক মতিয়ার রহমান। অবশ্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে অধ্যপক সাহেবের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া জাতীয় পার্টির কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম সেন্টু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উল্লেখ্য, এই আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৬৮টি ভোট কেন্দ্রে প্রায় ৩ লক্ষাধিক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



No comments

Powered by Blogger.