ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন আওয়ামীলীগের- ১১ ও বিএনপি’র- ৬ জন মনোনয়ন সংগ্রহ



স্টাফ রিপোর্টার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে আওয়ামীলীগের ১১ ও বিএনপি’র ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় বাস্তহারালীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম তপু , আ’লীগ নেতা শরিফুল ইসলাম মিন্টু। ও শেখ হারুন।

অন্যদিকে মঙ্গলবার পর্ষন্ত বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা একেএম হারুন অর রশিদ মোল্লা, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক বিএম নাজিম মাহমুদ।

No comments

Powered by Blogger.