ইভিএম ব্যবহারের বিধি চূড়ান্তজাতীয় নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা
চিত্রা নিউজ ২৪ ডেক্সঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণা করা হবে। ওইদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রোববার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শনিবার ও আজ রবিবার (৪ নভেম্বর) দুইদিন টানা বৈঠক শেষে কমিশন এ বিধিমালা চূড়ান্ত করে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর ফলে নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে।
আরপিও সংশোধনী অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আগপর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতদিন মনোনয়নপত্র দাখিলের সাতদিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হতো। এ ছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
সংশোধিত আরপিওতে ইভিএমের অপব্যবহার করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ভোটগ্রহণে ইভিএমের ব্যবহার চালুর এ উদ্যোগ নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। ইসি ৩০ আগস্ট আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে।
সর্বশেষ গত বুধবার জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনী আনা হয়। জাতীয় সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনীতে গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করেন।
No comments