টক-শোতে ড. জাফরুল্লাহ‘আমি একবারই বলিনাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দাও’



চিত্রা নিউজ ২৪ ডেক্সঃ
‘আমি একবারই বলিনাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দাও। কিন্তু, খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন। জামিন তার মৌলিক অধিকার। প্রত্যেকটা জামিন যোগ্য মামলা। খুনের আসামিরও জামিন হতে পারে এবং সেটাতো ফুল বেঞ্চের রায় আছে।’
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট নির্বাচন করতে চায়। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা করাও উচিৎ। তাদের ঐকান্তিক আগ্রহ আছে। প্রধানমন্ত্রীর সাথে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এটা আমি অত্যন্ত পজিটিভ মনে করেছি। প্রধানমন্ত্রী যতগুলি কথা বলছেন সে কথাগুলো উনার আশে-পাশের কে বা কারা কাজে পরিণত করতে দিচ্ছে না।’
‘যেমন আজকে বলেছেন আর মামলা-মকদ্দমা হবে না। আমি একটা অনুরোধ করতে চাই প্রধানমন্ত্রীকে, অনুগ্রহ করে উনি যেন কোর্টে যান। আজকে আমি গিয়েছিলাম। দু’হাজারের মত সাধারণ মানুষ, চেহারা দেখলেই বুঝা যায় কে রাজনীতি করে, কে কি করে না করে। গায়েবি মামলার জন্য ওখানে পড়ে আছে’ বলেন ড. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি আরও বলেন, ‘সোহরাওয়ার্দীর মিটিংযেরে পরের পুলিশ ধরপাকড় করেছে। কিন্তু, প্রধানন্ত্রী কথা দিয়েছিলেন লেভেল প্লেয়িং এর জন্য দেখবেন। প্রধানমন্ত্রী তার কথা রাখলে অবশ্যই নির্বাচন করবো।’

No comments

Powered by Blogger.