ঝিনাইদহে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত।জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর সভা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে পতাকা উত্তোলন করা হয়। পরে ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমবায় অফিসার সৈয়দ নুরুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে, সদর উপজেলা সমবায় অফিসার আবু জাফর, নারী সমবায়ী লাভলী ইয়াসমিন, ইসহাক আলী প্রমুখ বক্তব্য রাখেন । পরে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সমবায়ীরা অংশ নেন।
No comments