সাংবাদিক আজাদ রহমানকে কালীগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার:প্রথম আলো পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত সাংবাদিক আজাদ রহমানকে ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৪ নভেম্বর তিনি প্রথম আলো’র প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে এই সেরা পুরষ্কার গ্রহন শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে এই শুভেচ্ছা জানানো হয়। কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্টান্ডে কালীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম. শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিক, অনলাইন নিউজ পোর্টাল চিত্রা নিউজ ২৪ ডটকমের সম্পাদক সোলায়মান হুসাইন, সাংবাদিক মিজানুর রহমান, রবিউল ইসলাম, জিল্লুর রহমান বাবু প্রমূখ। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক আজাদ রহমান প্রথম আলো পত্রিকায় ঝিনাইদহ জেলা নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করলেও তিনি কালীগঞ্জের সন্তান। তাই এই অর্জনে আমরা কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা নিজেদেরকে গর্ববোধ করি।
No comments