কালীগঞ্জে অ সংক্রামক রোগের উপর দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স আজ বৃহস্পতিবার সকার ১০ টায় অ সংক্রামক রোগের উপর দিন ব্যাপি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের নিয়েএক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হুসাইন সাফাইত,ডা: অরুণ কুমার দাস,স্বাস্থ্র্য পরিদর্শক কামরুর হাসান স্বপন,সিনিয়র নার্স জামিলা 


কাতুন প্রমুখ। সেমিনারটির সার্বকি তত্ত্বাবধানে ছিলেন মো: জাকির হোসেন।

No comments

Powered by Blogger.