নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শাখা উদ্যেগে ফুট ওভার জেব্রা ক্রসিং নির্মাণ ও সচেতনমূলক লিফলেট ইস্টিকার বিতরণ

মোঃ শাহ আলম কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি : র্দূঘটনারোধে মহাসড়কে ফুট ওভার জেব্রা ক্রসিং নির্মান করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শাখা । আজ সকাল ১১ টার সময় নিসচা কালীগঞ্জ শাখার আহবায়ক শিপলু জামান সভাপতিত্বে যশোর- ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ মেইনবাসষ্ঠান ও নিমতলাবাসষ্ঠানে জনসাধানের চলাচলের জন্য সড়ক দূঘটনারোধে দুইটি ফুট ওভার জ্রেবা ক্রসিং নির্মাণ করা হয় । প্রধান অতিথি হিসাবে এই নির্মাণ কাজের উদ্ভোধন করেন কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ । অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন , ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু , কালীগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ , সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ , যুগ্ন – আহবায়ক -১ জমসেদ নাসির খান বনি, যুগ্ন-আহবায়ক -২ মিশন আলী , নির্বাহী সদস্য হাবিব ওসমান, রাজু আহমেদ , আহসান কবির, তানজির রহমান তকি, মারুফ হোসেন, সাইফুল ইসলাম, নাজমুল হাসান, শাহ আলম আশিক এলাহী, সাকিব আহমেদ, রাজন পারভেজ , সুভাস দাস প্রমুখ । উদ্ভোধন শেষে যানবাহনে সড়ক দূঘটনারোধে সচেতনমূলক লিফলেট ইস্টিকার বিতরণ করা হয় ।


No comments

Powered by Blogger.