কালীগঞ্জে শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা


মোঃ শাহ আলম কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকদের বাৎসরিক ৫ ভাগ প্রবৃদ্ধি ও ২০ ভাগ বৈশাখী ভাতা ঘোষনায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার শিক্ষকরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার স্কুল ও মাদরাসার শিক্ষকরা এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদদ মহী উদ্দীন, শৈলকুপা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাসুদ করিম, কালীগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল কাদের সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসার শত শত শিক্ষকরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দীন।

No comments

Powered by Blogger.