কালীগঞ্জ থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালী ॥ মোটর সাইকেল মহড়া

বিশেষ প্রতিনিধি ॥
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগান তুলে ধরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে পুলিশের এক মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালি ও মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকালে এ মহড়া অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলীর নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালিটি বের হয়ে বিভিন্ন ইউনিয়ন ঘুরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুস আলী জানান,মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রন করতে প্রতিদিনই চলছে পুলিশের ঝটিকা অভিযান। তার দাবি ইতোমধ্যে এখান থেকে মাদক ও সস্ত্রাস নিয়ন্ত্রনে অগ্রগতি এসেছে। এখনও যারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে এ সকল সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজ করছে তাদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, এই মোটরসাইকেল মহড়া প্রদর্শনের মাধ্যমে সমাজ বিরোধী দুস্কৃতিকারীদের ম্যাসেজ দেওয়া হলো। তিনি বলেন,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশ যুদ্ধ ঘোষনা করেছে। যে কোন মূল্যে,মাদক,সন্ত্রাস ও নাশকতা পরিকল্পনাকারীদের প্রতিহত করা হবে ।





No comments

Powered by Blogger.