ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের র্যালি ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে ঝিনাইদহে র্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সদর পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকেলে শহরের স্টেডিয়াম এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী দিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বিভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে বিএনপি ও জামায়াত যেন মাথাচারা দিয়ে না উঠতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
No comments