ঝিনাইদহ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সবাই এখন ঢাকায়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠ ছেড়ে দিয়ে সবাই এখন ঢাকায়। প্রাপ্ত সূত্রে প্রকাশ, ঝিনাইদহ-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১ ডজন এবং বিএনপি হাফ ডজন। বুধবার থেকে মাঠ ছেড়ে দিয়ে সবাই এখন ঢাকায় কেন্দ্রীয় পার্টি অফিসে লর্বিং-এ ব্যস্ত দিন পার করছে। মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায় সবাই এখন বিভিন্ন নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে মনোনয়ন পাওয়ার জন্য। গত ৫/৬ মাস এই আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠ পর্যায়ে শো-ডাউনের পর শো-ডাউন দিয়ে মাঠ চাঙ্গা করে তুলেছিল। এক্ষেত্রে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ছিল নিরব। তাদের এ মেসেজ ছিলো যে জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যপক মতিয়ার রহমান মনোনয়ন পাবেন। প্রায় হাল ছেড়ে দিলেও শেষ মুহুর্তের কোন চমকের আসায় তারা এখন ঢাকয়। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যপক মতিয়ার রহমান এখন এলাকায় অবস্থান করে নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন। আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা শহর, গ্রামে. রাস্তা-ঘাটে বিলবোর্ডে ভরপুর করেছিল। কয়েক কোটি টাকা এ সমস্ত কাজে অপচয় করা হয়। রাস্তার দুধারে গাছগুলিতে পেরেক ফুটিয়ে বিলবোর্ড মেরে সাটিয়ে দেয়া হয়েছিল। গত দুদিন মহেশপুর-কোটচাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নিরব অবস্থা বিরাজ করছে। সব প্রার্থীরাই নেতা-কর্মীদের মাঝে জানান দিয়ে গেছে দলীয় টিকিট হাতে করেই তারা এলাকায় ফিরবে। স্থানীয় জনগন সেই প্রতিক্ষায় প্রহর গুনছে।
No comments