“অনলাইন লেখক সম্মেলন”

চিত্রা নিউজ ডেস্ক: আজ শুক্রবার বিকালে সেগুন বাগিচা পার্টি সেন্টারে অনলাইন ভিত্তিক লেখক পোর্টাল “অনলাইন লেখক ডটকম”এরউদ্যোগে ৪র্থ বারের মত অনুষ্ঠিত হয়েছে “অনলাইন লেখক সম্মেলন”।উক্ত সম্মেলনেপ্রধানঅতিথি হিসেবউপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রেজা উদ্দিন স্টালিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশীদ । 

এছাড়া সাদাতউল্লাহ খান, ফরিদা বেগম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, রিফাত রফিক নুরুজ্জামানসহ আরো দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখকবৃন্দ উপস্থিত ছিলেন । সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক আফরোজা অদিতি এবং অনলাইন লেখক সম্মেলনটি সঞ্চালনা করেনঅনলাইন লেখক ডটকম এর উদ্যোক্তা শরীফ মোহাম্মদ মাসুম।

No comments

Powered by Blogger.