কালীগঞ্জ সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের অফিস উদ্বোধন!
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের অফিস উদ্বোধন হয়েছে।শুক্রবার সন্ধ্যায় সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে সিংদহ আমতলা বাজারে আওয়ামীলীগের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় এই ইউনিয়নের সভাপতি নিখিল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।ঐ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীন,মৌচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল,মোবারকগঞ্জ চিনিমিলের শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রবিউল ইসলাম,ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও নাইমুর রহমান রাজিব,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনচুর আলী টনো প্রমূখ।এম পি আনোয়ারুল আজীম আনার মহোদয় ফিতা কেঁটে আওয়ামীলীগের অফিস উদ্বোধন করেন।সেই সাথে আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা দেন।এলাকার উন্নয়ন বিষয়ে তুলে ধরেন।আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার বাকী কাজ করার কথা উল্লেখ বলেন।এর আগে মহারাজপুর ইউনিয়নে পন্নাতলা বাজারে আওয়ামীলীগের অফিস উদ্বোধন করেন।
No comments