ঝিনাইদহ চার সংসদীয় আসনে মনোনয়ন জমা দিলেন ৩৫ প্রার্থী
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহহের চার সংসদীয় আসনে বিএনপি ও আওয়ামীলীগসহ বিভিন্ন দলের ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ-১ আসন থেকে ৭ জন, ঝিনাইদহ-২ থেকে ৯ জন, ঝিনাইদহ-৩ থেকে ৮ জন ও ঝিনাইদহ-৪ থেকে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। জমা দেওয়ার শেষ দিন বুধবার পর্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও তাদের সমর্থকরা জেলা রিটার্নিং অফিসারসহ ৬ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কাছে এসব মনোনয়ন জমা দেয়। এরমধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগের আব্দুল হাই, বিএনপির এড. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলনের রায়হান উদ্দীন, জাসদ (রব) দবির উদ্দীন জোয়ার্দার। এছাড়া একই আসন থেকে জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন, বিএনপির আব্দুল ওহাব, জয়ন্ত কুমার কুন্ডু, স্বতন্ত্র আবু বকর। ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-সদরের আংশিক) আসন থেকে আওয়ামীলীগের তাহজিব আলম সিদ্দিক সমি, বাম গণতান্ত্রিক জোটের এ্যাড. আশাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ফকরুল ্ইসলাম, গণফোরামের হাফিজুর রহমান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, মশিউর রহমানের ছেলে ইব্রাহিম রহমান (বাবু), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ মজিদ, এ্যাড. এসএম মশিউর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন ইউছুপ পারভেজ। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, বিএনপির অধ্যাপক মতিয়ার রহমান (জামায়াত নেতা), সাবেক এমপি প্রয়াত শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি, বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান ও আমিরুজ্জামান খান শিমুল। এছাড়া জাতীয় পার্টির ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন, বিএনএফ’র ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সরোয়ার হোসেন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের আংশিক) আসন থেকে আ’লীগের মনোনিত নৌকা প্রতিকের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার, বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, বাম জোটের ফনি ভূষণ রায়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এইচ আই মোমতাজুর রহমান, বিএনএফ এর ওয়াদুদুর রহমান, এলডিপির খন্দকার মেহেদী হাসান, জাকের পাটির ইছাহক আলী বিশ^াস ও স্বতন্ত্র জহরুল ইসলাম ছাড়াও আ’লীগের বিদ্রোহী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
No comments