ঝিনাইদহ-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটচাঁদপুরে মনোনয়ন জমা দিলেন পাঁচ প্রার্থী
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:জাতীয় সংসদ সদস্য-৮৩, ঝিনাইদহ-৩ আসন। আর এটি দেশের সীমান্তবর্তী কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে কোটচাঁদপুর উপজেলায় ৫ জন ও মহেশপুর উপজেলায় ৪ জন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নাজনীন সুলতানা জানান, আ.লীগ দলীয় মনোনীত প্রার্থী এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল সর্বপ্রথম মহেশপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে এবং পরবর্তীতে কোটচাঁদপুর উপজেলায়ও সংযুক্তি মনোনয়ন পত্র জমা দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে।বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ৪ জন। এর মধ্যে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন ২ জন। তারা হলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল ও কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন ও নাজমুল হুদার (এনবিএএফ) এর দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন মনোনয়ন জমা দেন।
No comments