ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে ইউসিবি ব্যাংক’র এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ও আলোচনা সভায় ঝিনাইদহ শাখার ব্যাবস্থাপক দবির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জোনাল হেড আক্তারুজ্জামান ফকির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংকের ডিজিএম জাহানারা বেগম, চুয়াডাঙ্গা শাখার ব্যাবস্থাপক মনিরুজ্জামান, এসইও ইসতিয়াক বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম রশিদ, ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুর-এ-আলম বিপ্লব, সাবেক চেয়ারম্যান শেখ মোজ্জামেল হক, আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাকবাংলা বাজার ব্যাংকের এজেন্ট আসাদুজ্জামান রানা।
No comments