ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের হামদহ কালীতলা এলাকায় সামিউল আলম নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার একটি বাড়ির ২য় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সামিউল ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল।ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সামিউল আলম বিকেলে বাড়িতে একা ছিল। এসময় দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির বিভিন্ন রুমে গিয়ে টাকা-গহনা লুট করে পালিয়ে যায়। নিহতের মা স্কুল শিক্ষিকা শাহিদা পারভীন ফোনে তাকে না পেয়ে বাড়িতে এসে ডাকা-ডাকি করে। এসময় সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে মেঝেতে সামিউলের লাশ দেখতে পায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
No comments