টঙ্গীতে গণপিটুনিতে যুবক নিহত, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী

চিত্রা নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুরে এলাকায় শুক্রবার রাতে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত গিট্টু রাসেল (২৬) টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য, নিহত গিট্টু মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন ও অপহরণের অভিযোগে টঙ্গী থানায় একাধিক মামালা রয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে ধরতে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে রাত ৯টায় টঙ্গীর নেককারবাড়ি এলাকায় ৭-৮ জন শ্রমিককে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের গতিরোধ করে গিট্টু রাসেল ও তার সহযোগীরা। এ সময় শ্রমিকরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে গিট্টু রাসেলসহ আরও ৩-৪ জনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে গিট্টু রাসেল মারা যায় এবং অন্যরা পালিয়ে যায়।

No comments

Powered by Blogger.