রাজবাড়ীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
চিত্রা নিউজ ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামে এক বৃদ্ধার গলাকেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা। নিহত নুরজাহান বেগম (৭০) নামে মৃত বেলায়েত হোসেনের স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বসতঘরে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আজমল হুদা জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাদতন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
No comments