নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাত করন বিষয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন,বাজারজাত করনে নিরাপদ খাদ্যের বাজার সংযোগ ও উন্নয়ন বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও জাতিসংঘের খাদ্য ও কৃষষি সংস্থার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর মাহিদুর রহমান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার( সম্প্রসারন) আব্দুল্লাহ আল নোমান, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম টিটু, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর হাফিজুর রহমান প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, কিশোর কুমার প্রমুখ। কর্মশালায় কালীগঞ্জ উপজেলার জৈব চাষী, সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ৫০জন অংশ নেন।


No comments

Powered by Blogger.